বিশ্বকর্মা পুজোর ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ড টিটাগড়ের দেবপুকুর এলাকার একটি গেঞ্জি কারখানায় । দমকলের ৫টি ইঞ্জিনর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার বয়লার বিভাগে প্রথমে আগুন লাগে। পরে তা বাকি অংশে ছড়িয়ে পড়ে। দমকলের প্রাথমিক অনুমান, কারখানাটিতে প্রচুর তেল মজুত ছিল। সেই থেকেই দুর্ঘটনাটি ঘটে।
