2 লক্ষ 80 হাজার টাকার জালনোট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ। গতকাল, মঙ্গলবার রাতে শিয়ালদহ স্টেশনের কাছ থেকে তামিলনাড়ুর কাঞ্চিপুরমের বাসিন্দা রাজু ভি-কে গ্রেফতার করে এসটিএফ। তার থেকে 140 টি দু’হাজার টাকার জালনোট মিলেছে। আজ, বুধবার তাঁকে আদালতে তোলা হবে।

আরও পড়ুন-ট্রেনের কামরায় বিশ্বকর্মা
