জনপ্ৰিয় বলি অভিনেত্রীর গাড়িতে পড়ল পাথর, অল্পের জন্য রক্ষা

বরাতজোরে প্রাণে বাঁচলেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। মুম্বইতে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে মম্বুই মেট্রোর একটি 12 তলা নির্মীয়মাণ ভবন থেকে পাথরের চাঁই এসে পড়ে তাঁর গাড়ির উপর। ভেঙে যায় গাড়ির সান রুফ। তবে অভিনেত্রী ও তাঁর চালক অক্ষত রয়েছেন। বিষয়টি বিস্তারিত জানিয়ে ভিডিও-সহ ট্যুইট করেছেন মৌনী।

আরও পড়ুন – শাহরুখের বিরুদ্ধে কেন CBI তদন্ত হবে না? প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি