‘ক্রিকেটের ঈশ্বর’ বলা হয় তাঁকে। সচিন তেন্ডুলকর সকলেরই আদর্শ। বাইশ গজে তাঁর অধ্যাবসায় যে কারোও কাছে অনুপ্রেরণা। কিন্তু সকলের অনুপ্রেরণা বা আদর্শ হয়ে ওঠা এত সহজ ছিল না সচিনের কাছে। ‘ক্রিকেটের ঈশ্বর’ হয়ে ওঠা চারটিখানি কথা নয়। এই যাত্রাপথ খুব একটা মসৃণও ছিল না। আর সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে এ কথাই বুঝিয়েছেন সচিন।

সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ভিডিও পোস্ট করেছেন সচিন। তাতে দেখা যাচ্ছে বৃষ্টি ভেজা পিচে নেট প্র্যাকটিস করছেন ‘মাস্টার ব্লাস্টার’। ছুঁড়ে দেওয়া বল পিচে পড়ে ছিটকে দিচ্ছে জল। এমনকি কোনও কোনও বল বিপজ্জনকভাবে ধেয়ে যাচ্ছে সচিনের দিকে। কিন্তু তাতে ‘কুছ পরোয়া নেহি’ তিনি। ওই অবস্থাতেই তিনি নেট প্র্যাকটিস করছেন।

আরও পড়ুন – শনিবার সিএবির বার্ষিক সাধারণ সভা

এই ভিডিও পোস্ট করে সচিন ক্যাপশনে লিখেছেন, ‘ক্রিকেটের প্রতি ভালবাসা ও প্যাশন সব সময়তেই অনুশীলনের নতুন নতুন পন্থা খুঁজে বের করতে সাহায্য করে। এর সবচেয়ে বড় দিক হল যা করেছি, তা উপভোগ করতে সাহায্য করেছে আমায়।’

সচিনের এই ভিডিও নিঃসন্দেহে তাঁর ক্রিকেটের প্রতি সাধনাকে তুলে ধরেছে। মুহূর্তের মধ্যে সচিন ভক্তদের কাছে এই ভিডিও ভাইরাল হয়েছে।

Love and passion for the game always helps you find new ways to practice, and above all to enjoy what you do.#FlashbackFriday pic.twitter.com/7UHH13fe0Q
— Sachin Tendulkar (@sachin_rt) September 27, 2019
আরও পড়ুন – ক্রিকেটকে ‘আলভিদা’ জানানোর এত মাস পরেও অভিযোগের সুর যুবির গলায়
