সাত বছর পর দুর্গাপুজো উপলক্ষে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। অনেকেই এটাকে বলছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুজো উপহার।

আর তারই অংশ হিসেবে রবিবার, ২৯ সেপ্টেম্বর প্রথম চালানে বেনাপোল দিয়ে ২৪ মেট্রিক টন ইলিশ আসছে ভারতে। প্রতি কেজি ইলিশ ৬ ডলার মূল্যে রপ্তানি করা হচ্ছে। এর আগে ২০১২ সালে শেষবারের জন্য ওপার বাংলা থেকে পদ্মার ইলিশ এসেছিল এপারে। কিন্তু তারপর থেকে ইলিশের যোগান কম হয় বাংলাদেশ তা আর এদেশে পাঠায়নি।


আরও পড়ুন – মহালয়াতে এপার বাংলাকে শেখ হাসিনার উপহার! ৭ বছর পর ঢুকছে পদ্মার ইলিশ

ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় দেওয়া হবে ইলিশের চালানে। এই বিষয়টি জানিয়েছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স এমি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির প্রতিনিধি সৈয়দ মহিদুল হক জানান, বাণিজ্য মন্ত্রক থেকে পুজো উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির নির্দেশ দেওয়া রয়েছে।


সেজন্য রবিবার দুপুরে ২৪ মেট্রিক টন ইলিশের প্রথম চালান ভারতে রপ্তানি হবে। ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠান ঢাকার গাজীপুরের অ্যাকুয়াটিক রিসোর্ট লিমিটেড। আমদানিকারক ও সিঅ্যান্ডএফ হচ্ছে কলকাতার নাজ ইমপেক্স প্রাইভেট লিমিটেড।

আরও পড়ুন – অবশেষে উঠলো টন টন ইলিশ, আশা, এবার দাম মধ্যবিত্তের আয়ত্তে
