রবিবার দিনের শুরুতেই এসএমএইচ মির্জাকে সঙ্গে নিয়ে মুকুলের বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। এদিন মুকুল রায়ের বাড়িতে মির্জার প্রবেশ থেকে শুরু করে মুকুল রায়ের সঙ্গে দেখা করা পর্যন্ত পুরো ঘটনা ভিডিওগ্রাফি করা হয়।

মুকুল রায় বলেন, CBI নারদ তদন্তের পুনর্নিমাণ করেছিল আগেই। আমার বাড়ির অংশটা বাকি ছিল। তাই এটা একটা রুটিন প্রক্রিয়া।

মুকুল রায়ের রবিবার সকালটা খারাপ গেলেও বিকেলটা ছিল একদমই আলাদা। এদিন তিনি এলগিন রোডের ফ্ল্যাট ছেড়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হচ্ছেন। গন্তব্য, ইন্দোর। বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ইন্দোরের নেতা। দেখা গেল ইন্দোরে কনকেশ্বরী মন্দিরে নবরাত্রির সূচনা করতে দেখা গেল কৈলাস-মুকুলকে। মুকুলকে মালা পরিয়ে অভ্যর্থনা জানাচ্ছে পুজো কমিটি।

আরও পড়ুন-হেরিটেজের তালিকায় রাজ্যের 9টি স্থাপত্য
