
নয়া ব্রেক্সিট নক্সা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রস্তাবে মোটেই খুশি নয় ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্কের বক্তব্য, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পরেও যে সব সুবিধা চেয়েছে ব্রিটেন, তা অস্বস্তিজনক। তবে ব্রেক্সিট নকশা খোলা মনেই বিচার করবে সদস্যরা।

বরিসের প্রস্তাবের মধ্যে রয়েছে — ১. ব্রেক্সিটের পরেও উত্তর আয়ারল্যান্ডের খাদ্য, পশুজাত পণ্য ও শিল্প পণ্য ইউরোপিয়ান ইউনিয়ানের একক বাজারের মধ্যে থাকবে। কিন্তু শুল্ক যুক্তরাজ্যের অন্য অংশের মতো বেরিয়ে যাবে।
২. আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের সীমানা নির্ধারণ।
৩. উত্তর আয়ারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নে থাকতে চায় কিনা সে নিয়ে প্রতি চার বছর অন্ত্র দেশের পার্লামেন্টে ভোটাভুটি হবে।

বরিস চাইছেন অক্টোবরের মধ্যেই হেস্তনেস্ত করতে। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের এমপিরা তা চাইছেন না। প্রয়োজনে তাঁরা পার্লামেন্টে নয়া আইনও আনতে পারেন।
