বালাকোট ভিডিও আর ইজরায়েলি মারণ ট্যাঙ্কে ভারতের শক্তি প্রদর্শন

একদিকে বালাকোটের প্রমোশনাল ভিডিও প্রকাশ, অন্যদিকে ইজরায়েলের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল (এটিজি) এল ভারতের অস্ত্রভাণ্ডারে। পুজো-দশেরার মুখে এইভাবেই ভারত তার আনুষ্ঠানিক শক্তি প্রদর্শনের চিত্র তুলে ধরল শুক্রবার।

ইজরায়েলের এটিজি মিসাইল হল শত্রুর ট্যাঙ্ক হানা মোকাবিলার আধুনিক অস্ত্র। এটি স্বয়ংক্রিয়। তবে এটি সীমিত সময়ের জন্য ব্যবহার করবে ভারতীয় সেনা। ডিআরডিও মানবচালিত পোর্টেবল ট্যাঙ্ক কিলার তৈরি করছে। সেটি ব্যবহারের উপযুক্ত না হওয়া পর্যন্ত ইজরায়েলি ট্যাঙ্ক ব্যবহার করা হবে।

অন্যদিকে এদিনই ভারতীয় বায়ুসেনা পুলোওয়ামায় জঙ্গি হানার পাশাপাশি বালাকোটে প্রত্যাঘাত এবং ব্যর্থ পাক বিমান হানার ভিডিও প্রকাশ করেছে। বালাকোটের সাফল্য নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু পাক প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের সভায় তা স্বীকার করে নেওয়ায় সে নিয়ে আপাতত দ্বিমত নেই। ভারতীয় বায়ুসেনা পরিস্কার ভাষায় ভিডিওতে জানিয়েছে, আক্রমণ হলে পাল্টা প্রত্যাঘাত ভয়ানক হতে পারে।

আরও পড়ুন-এনআরসি নিয়ে উদ্বিগ্ন হাসিনাও