Monday, August 25, 2025

কুমারটুলিতে নেই কোনও অবিক্রিত দুর্গা প্রতিমা, তবুও কেন খুশি নন প্রতিমা শিল্পীরা?

Date:

Share post:

মহাসপ্তমীর সন্ধ্যায় যখন প্যান্ডেলে প্যান্ডেলে বৃষ্টিকে উপেক্ষা করে মানুষের ঢল নেমেছে, ঠিক তখনই কুমারটুলির পটুয়াপাড়ার চিত্রটা ছিল প্রায় নিস্তব্ধ। নেই সেই চরম ব্যস্ততা। নেই প্রতিমা শিল্পীদের ঘরে ঘরে অসংখ্য দুর্গা প্রতিমাও। এমনকি অনেক কারিগর ছুটিতে বাড়িও চলে গিয়েছেন। কারণ, তাদের দুর্গা প্রতিমা তৈরীর কাজ শেষ। এমনকি অনেক প্রতিমা পৌঁছে গিয়েছে বিদেশেও। এবারে নেই কোনও অবিক্রিত দুর্গা প্রতিমা।

সকালে নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। দুর্গাপুজোর আগের ব্যস্ততা আর চোখে পড়েনি কুমারটুলির পটুয়াপাড়ায়। আর তাতে বেশ খুশি প্রতিমা শিল্পীরা। তবে যতটা খুশি হওয়া উচিত, প্রতিমা শিল্পীদের ততটা খুশি নন। কারণ, তাঁদের বক্তব্য, দুর্গা প্রতিমার চাহিদা কমেছে। বেড়েছে গণেশ ঠাকুরের চাহিদা। অন্যান্য বছরের তুলনায় দুর্গা প্রতিমা অনেক কম বানানো হয়েছে। তাই হয়তো দুর্গা প্রতিমা অবিকৃত নেই, এমনটাই দাবি করেছেন এক প্রতিমা শিল্পী।

সপ্তমীর সন্ধ্যায় কুকারটুলির পটুয়াপাড়ায় উঁকি দিলে দেখা মিলেছে বড় বড় কালী ঠাকুর ও লক্ষ্মী ঠাকুরের। এমনকি প্রত্যেকের ঘরে পৌঁছানোর জন্য একেবারে সেজেগুজে প্রস্তুত মা লক্ষ্মী। আর কয়েকদিন পরে প্রত্যেকে গৃহিণীরা করবেন কোজাগরী লক্ষ্মী পূজা। 15 দিন পরে আসবে শুভ দীপাবলি। আর তাই লক্ষ্মী ও কালী ঠাকুর প্রস্তুতিতে এই মুহূর্তে একটা ব্যস্ততা থাকলেও দুর্গা প্রতিমা তৈরিতে যে ব্যস্ততা কুমারটুলির পটুয়াপাড়ায় লক্ষ্য করা যায়, তা এই মুহূর্তে নেই বললেই চলে।

যদিও সব শেষে প্রতিমা শিল্পীদের মনের মধ্যে একটা আক্ষেপের সুর রয়ে গিয়েছে। তা হল, চাহিদা কমেছে দুর্গা প্রতিমার। যা বাঙালি মনকে হয়তো একটু হলেও আঘাত করবে। তবে বাঙালি আশায় বেঁচে থাকে, তাই আগামী বছর দুর্গা প্রতিমার চাহিদা আবার একইরকমভাবে বৃদ্ধি পাবে, এমনটাই আশাবাদী সকলে।

spot_img

Related articles

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...