এবার সার্জিক্যাল স্ট্রাইক! স্যুইস ব্যাঙ্কে কালো টাকার প্রথম তালিকা পেল নয়াদিল্লি

কেন্দ্র সরকারের বড় সাফল্য। চুক্তমতো স্যুইস ব্যাঙ্কে ভারতীয় অ্যাকাউন্ট হোল্ডারদের তথ্য অএতে শুরু করল নয়াদিল্লি। স্যুইস ব্যাঙ্কের তরফ থেকে ইতিমধ্যে প্রথম দফার রিপোর্ট ভারতের হাতে দেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি, এবার থেকে ধারাবাহিকভাবে স্যুইস ফেডারাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ তথ্য দেবে। আর কালো টাকার কারবারীদের চিহ্নিত করে শাস্তি দেবে ভারত। এই পরিস্থিতিতে নয়াদিল্লি চাইলে ব্যবস্থা নিতে পারে। কালো টাকার উপর সার্জিক্যাল স্ট্রাইকও হতে পারে।

স্যুইস কর বিভাগের সঙ্গে নয়াদিল্লির চুক্তি হয়। সেই অনুযায়ী এ বছরের শেষেই তথ্য দেওয়ার কথা ছিল। ২০২০-র সেপ্টেম্বরে দ্বিতীয় পর্যায়ের তথ্য মিলবে। তবে স্যুইস ব্যাঙ্কের শর্ত ছিল, সরকার যে তথ্য পাবে, তা প্রকাশ্যে প্রচার করতে পারবে না। একটি সূত্রের খবর প্রথম দফার রিপোর্টে অ্যাকাউন্ট হোল্ডারদের নাম, ঠিকানা, সঞ্চিত অর্থের পরিমাণ, অ্যাকাউন্টের সংখ্যা, লেনদেন রয়েছে। তবে যাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে তার তথ্য পাবে না ভারত। আর এক বছরে বন্ধ হওয়া অ্যাকাউন্টের সংখ্যা প্রায় ১০০।