Wednesday, August 27, 2025

নাগরিকত্ব নিয়ে সংসদীয় রিপোর্ট আর বিজেপির বক্তব্যে গরমিল, প্রশ্ন সর্বত্র

Date:

Share post:

এনআরসি নিয়ে বিজেপি আর কেন্দ্রীয় সরকারের অবস্থান কার্যত উল্টোমুখী। রাজ্য বিজেপি বলছে, নাগরিকত্ব সংশোধনী প্রস্তাবিত বিল (সিএবি) পাস হলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু শরণার্থীরা অনায়াসেই নাগরিকত্ব পাবেন। অথচ সংসদের যৌথ কমিটির পেশ করা নাগরিকত্ব সংশোধন প্রস্তাবিত বিলের রিপোর্টে পরিস্কার বলা হয়েছে, প্রয়োজনীয় নথি ছাড়া অন্য দেশ থেকে আসা ব্যক্তিদের নাগরিকত্ব পাওয়া সহজ হবে না। তাদের নাগরিকত্ব দেওয়ার আগে তদন্ত করবে ‘র’। আর বিজেপি বলছে, যারা ধর্মীয় কারনে উৎপীড়িত হয়ে কিংবা উৎপীড়নের ভয়ে ভারতে এসেছেন, তাদের কোনও নথি দেখাতে হবে না। ফলে কেন্দ্রীয় সরকার আর বিজপির প্রচারে বিস্তর ফারাক। প্রশ্ন উঠেছে, তাহলে বিজেপি কেন ভুল বোঝাচ্ছে?

সংসদের যৌথ কমিটির রিপোর্টে আইবির বক্তব্য তুলে বলা হয়েছে, তিনটি দেশ থেকে আসা ৩১ হাজারের বেশি নাগরিককে দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন ধর্মীয় অত্যাচারে এ দেশে এসেছেন। এদের বাদ দিলে অন্য যারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করবেন, তাদের প্রমাণ দিতে হবে, তাঁরা ধর্মীয় অত্যাচারের কারনেই এ দেশে এসেছেন। ভারতে আসার সময় তাঁরা অত্যাচারের কথা না বলে থাকলে, তাঁদের নাগরিকত্ব পাওয়া সহজ হবে না। এ ব্যাপারে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, কোন রিপোর্টে কী বলা হচ্ছে জানি না। আমরা যা বলছি, সেটাই পশ্চিমবঙ্গে হবে। প্রশ্ন, তাহলে কোনটা ঠিক?

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...