Tuesday, August 26, 2025

নৈহাটি পুরসভার ভাগ্য পরীক্ষা

Date:

Share post:

নৈহাটি পৌরসভার ভাগ্য পরীক্ষা বুধবার। বারাসতে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দফতরে জেলাশাসক চৈতালি চক্রবর্তীর উপস্থিতিতে অনাস্থা ভোটের মাধ্যমে ঠিক হবে নৈহাটি পুরসভা কার দখলে থাকবে? তবে তৃণমূলের দাবি, পুরসভার ৩১টি আসনের মধ্যে এই মুহূর্তে তাদের কাছে ২৬ জন ও বিজেপির কাছে ৫ জন কাউন্সিলর আছে। ফলে অনাস্থায় জয় হবে তাদের। তবে শেষ পর্যন্ত কি হয় সে বিষয়ে জানতে মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলাশাসকের দফতর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
৩১ আসনের নৈহাটি পুরসভায় সবকটি আসনই তৃণমূলের ছিল। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের জয়লাভের পর হালিশহর, কাঁচরাপাড়ার মত নৈহাটির প্রায় ১৮ জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ করেছিল। ফলে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়িয়েছিল ১৩ জন। সেক্ষেত্রে সংখ্যা গরিষ্ঠতার দাবি করে বিজেপি তৃণমূলের চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনার দাবি জানিয়ে চিঠি দেয়। নবান্নের নির্দেশে নৈহাটি পৌরসভায় প্রশাসক বসানো হয়। কিন্তু বিজেপির তরফে ফের বিষয়টি অনৈতিক দাবি করে পুরবোর্ড গঠনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা করে। যে মামলায় গত ২৫ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেয় প্রশাসক নিয়োগ বন্ধ করে চেয়ারম্যানকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে। যেটি বারাসাতে জেলাশাসকের অফিসে জেলাশাসকের উপস্থিতিতেই করতে হবে। ইতিমধ্যেই বিজেপিতে যাওয়া ১৮ জনের মধ্যে প্রথম ধাপে ১০ জন কাউন্সিলর আবার তৃণমূলে ফেরায় সংখ্যাটি দাঁড়ায় তৃণমূল ২৩, বিজেপি ৮। বর্তমানে তৃনমূলের দাবি তাদের কাউন্সিলর সংখ্যা ২৬, বিজেপির ৫। স্বভাবতই বিজেপি যে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার চিঠি দিয়েছিল সেই অশোক চট্টোপাধ্যায়ের তৃণমূলের সমর্থনে আবারও চেয়ারম্যান হওয়া শুধু সময়ের অপেক্ষা।
তবে শেষমেশ নৈহাটি পুরসভার ভাগ্য কী দাঁড়ায় সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।।

spot_img

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...