যুবভারতী সাক্ষী থাকল এক অন্যন্য স্বাধীনতা দিবসের

যখন মঙ্গল সন্ধ্যায় সিএবিতে নয়া বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজকীয় অভ্যর্থনা জানাতে সেজে উঠেছিল সিএবি, তখনই শহরের আর এক প্রান্তে যুবভারতী ক্রীড়াঙ্গণে দেখা মিলেছে এক অন্যন্য আবেগঘন ছবি, যা যে কোনও দেশবাসীকেই গর্বিত করবে। ভারত ও বাংলাদেশের মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ ছিল এদিন। আর সেখানেই দুই দেশের জাতীয় সঙ্গীতের সময় এক আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকল অগণিত মানুষ।

যখন ভারতের জাতীয় সঙ্গীত চলছিল, তখম ‘জয় হে’ গানের সঙ্গে গলা মেলায় গ্যালারিতে থাকা হাজার ষাটেক দর্শক। সকলের মোবাইলের টর্চের আলোয় যেন যুবভারতীতে পালন হয়েছে যেন এক অন্যন্য স্বাধীনতা দিবস। যার সাক্ষী থেকেছে দুই দেশ। যদিও বাংলাদেশের কাছে হার বাঁচালেও জয়ের মুখ দেখতে পারেননি সুনীলরা, তবুও এই হার-জিতের বাইরে আসল জয় হয়েছে দেশাত্ববোধের।

আরও পড়ুন – কোনোরকমে গোলশোধ, হার বাঁচলেও মান গেল ভারতের