Tuesday, November 18, 2025

গাড়ির ডিকি-তে পুত্র, অপহরণের অভিযোগ বাবার

Date:

Share post:

পুত্র সন্তানকে হন্য হয়ে খুঁজছেন বাবা। গাড়ি নিয়ে দৌঁড়ে বেড়াচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। শেষে তিনি দ্বারস্থ হলেন পুলিশ-প্রশাসনের। কিন্তু ছেলে কোথায়? তদন্তে নেমে হতবাক পুলিশ। কারণ, গাড়ি নিয়ে থানায় গিয়ে যখন ছেলের মিসিং ডায়েরি লেখাচ্ছেন বলিরাম ওঝা, তখন ৫ বছরের ছেলে আটকে রয়েছে গাড়ির ডিকিতেই। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে মিষ্টি ব্যবসায়ীর ছেলের অপহরণের তদন্তে মিলিছে এই তথ্য।

তদন্তে নেমে জানা যায়, বলিরাম ওঝার গাড়ি চালক জামির হোসেন ওরফে রাজই ৫বছরের শিশুটিকে অপহরণ করেন। বলিরাম ওঝা সপ্তাহ দু’য়েক আগে ওই গাড়িটি কেনার পরে কাজে যোগ দেন রাজ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গত রবিবার শিশুটিকে হাঁটিয়ে গাড়িতে তোলে রাজ। একটু দূরে গিয়ে শিশুটিকে ডিকিতে ঢোকানো হয়। ছেলেটিকে অচেতন করে হাত-পা বেঁধে, গলায় প্লাস্টিকের দড়ি জাতীয় জিনিস দিয়ে ফাঁস দেন রাজ। এই ঘটনায় ধৃত শেখ রবিউলকে হুমকি দেওয়ার জন্য প্রশিক্ষণও দিয়েছিলেন তিনি। বেলা সওয়া ১২টা নাগাদ বলিরাম যখন থানায় অভিযোগ করতে যান, তখন ওই গাড়ির ডিকিতেই ছিল তাঁর পুত্র।

আরও পড়ুন – নস্টালজিক ২৪ অক্টোবর শুরু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পথচলা

ব্যবসায়ী বলেন, যেখানেই তিনি যান, প্রত্যেকবারই গাড়ি দূরে রাখছিলেন চালক। এ নিয়ে বলিরাম ওঝা তাঁকে প্রশ্ন করতেই ফাঁপরে পড়ে যান অভিযুক্ত। গাড়ি ঘোরানোর নাম করে রাস্তার ধারের কাঁদরসোনায় ফেলে দেন শিশুটিকে। বেকায়দা বুঝে দোকানের সামনেই গাড়ি রেখে পালান অভিযুক্ত। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারের ঝোপ থেকে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করেন। অপহৃত শিশুটিই পুলিশকে জানায়, রাজ তাঁকে ফেলে দিয়েছিলেন। \

ঘটনা দেখেই চালককে অভিযুক্ত বলে সন্দেহ ছিল বলে জানান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। রাতে মাদক সহ রাজকে ধরে পুলিশ।

আরও পড়ুন – শুনানি শেষের ঘোষণার সঙ্গে সঙ্গেই সঙ্ঘের সলতে পাকানো শুরু

spot_img

Related articles

লঙ্ঘিত লোকপালের নিয়ম! দিল্লি হাই কোর্টের দ্বারস্থ মহুয়া

সংসদে ‘প্রশ্নের বিনিময়ে ঘুষ’-এর অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট...

আন্দুল বাইক সারানোর গ্যারাজে আগুন, মৃত্যু মালিকের

বাইক সারানোর গ্যারাজে (Garage) আগুন। মঙ্গলবার দুপুরে হাওড়ার (Howrah) আন্দুল রোডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল গ্যারাজের মালিক সন্দীপ...

অশোকনগরে কারখানায় আগুন! ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন

প্লাইউড কারখানায় আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার অশোকনগরে (Ashokenagar)। প্লাইউড তৈরিতে দাহ্য পদার্থ ব্যবহার...

প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগে সুখবর: ৫০ হাজার কর্মসংস্থানের আশ্বাস, বুধবার থেকে পোর্টালে আবেদন গ্রহণ

প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ নিয়ে সুখবর। বুধবার, থেকেই প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ...