নোবেলজয়ী দম্পতি অভিজিৎ ও এস্থার ২৩ অক্টোবর কলকাতায় আসছেন। তার আগের দিন তাঁরা দিল্লিতে নামবেন। সম্ভবত ২৩ তারিখ রাতেই তাঁরা ফের আমেরিকা রওনা হবেন। ঘরের ছেলে অভিজিৎকে গণসংবর্ধনা দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। যদিও এ ব্যাপারে এখনও সরকারিস্তরে সিদ্ধান্ত হয়নি। বুধবার মুখ্যমন্ত্রী নোবেলজয়ীর মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কতক্ষণ সেদিন থাকছেন, জানতে চেয়েছেন। সরকারি তরফে তাঁর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। অন্যদিকে প্রেসিডেন্সির অর্থনীতি বিভাগও চাইছেন কিছুক্ষণের জন্য আসুন নোবেলজয়ী দম্পতি। তাঁদের প্রাক্তনীকে তাঁরা সংবর্ধনা দিতে চান। ইতিমধ্যে ই-মেলে তাঁর সঙ্গে যোগাযোগও করা হয়েছে বলে জানান অর্থনীতি বিভাগের প্রধান মৌসুমী দত্ত। আজ সে নিয়ে বৈঠকও রয়েছে। বিভাগের পড়ুয়ারা উত্তেজিত। পড়েছে পোস্টারও। কী প্রশ্ন করা হবে, সে নিয়ে তাঁরা এখনই তৈরি। আসার অনুরোধ থাকছে সাউথ পয়েন্ট স্কুলের তরফেও। দেখার বিষয় অভিজিৎ সেই অনুরোধ রাখতে পারেন কিনা।
