Saturday, November 8, 2025

বৃদ্ধতন্ত্র খতম, সিপিএম রাজ্য কমিটিতে ঢালাও রদবদল

Date:

Share post:

তরুণ নেতাদের সামনে আনার দাবি উঠেছিল দীর্ঘদিন ধরেই। লোকসভা ভোটের পর তা আরও জোরালো হয় আলিমুদ্দিনের অন্দরে। কিছুদিন আগে রাজ্য কমিটির খোলনলচে বদলানোর ইঙ্গিত দিয়েছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। অবশেষে সেই ইঙ্গিত বাস্তবে পরিনত হতে চলেছে।

বৃহস্পতিবার সিপিএমের বৈঠকে সিদ্ধান্ত অনুসারে দলের রাজ্য সম্পাদকমন্ডলীতে এলেন দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ি। উত্তর 24 পরগনার পলাশ দাস এবং কলকাতা জেলার কল্লোল মজুমদার। শমীকবাবু একইসঙ্গে স্থায়ী আমন্ত্রিত সদস্যও হলেন।
রাজ্য কমিটিতে নতুন স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন অলকেশ দাস, ময়ুখ বিশ্বাস, পরেশ পাল,সৈয়দ হোসেনের মতো তরুন প্রজন্মের একাধিক মুখ।
ওদিকে, রাজ্য সম্পাদকমণ্ডলী থেকে স্বেচ্ছাবসর নিলেন নৃপেন চৌধুরি, দীপক দাশগুপ্ত, গৌতম দেব ও মানব মুখোপাধ্যায়। শরীর অসুস্থ থাকায় বেশকিছু দিন ধরেই সম্পাদকমন্ডলী থেকে সরে যেতে চাইছিলেন গৌতম দেব। বৃহস্পতিবারের বৈঠকে আরও একবার একই কথা জানান। একইসঙ্গে দাবি জানান, দলের সামনের সারিতে আনা হোক তরুন নতুন মুখ।

দলের ‘দু:সময়ে’ বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসাবে SFI-এর
তিন নেতা, সৃজন ভট্টাচার্য, ময়ূখ বিশ্বাস ও প্রতিকূর রহমান DYFI-এর দুই নেতা, মীনাক্ষি মুখোপাধ্যায় ও সর্বানিপ্রসাদ সাঁতরা রাজ‍্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন।

■ সিপিএমের রাজ্য সম্পাদকমন্ডলীতে এলেন:
দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক শমীক লাহিড়ি। শমীকবাবু একইসঙ্গে স্থায়ী আমন্ত্রিত সদস্যও হলেন।

উত্তর 24 পরগনার পলাশ দাস

কলকাতা জেলার কল্লোল মজুমদার।

■ সিপিএম রাজ্য কমিটিতে নতুন স্থায়ী আমন্ত্রিত সদস্য হলেন:
• পরেশ পাল,

• সৈয়দ হোসেন,

• অলকেশ দাস,

• ময়ূখ বিশ্বাস,

• সৃজন ভট্টাচার্য,

• প্রতিকূর রহমান,

• মীনাক্ষি মুখোপাধ্যায়

• সর্বানিপ্রসাদ সাঁতরা

■ সম্পাদকমন্ডলীর আমন্ত্রিত সদস্য হলেন:
• অনাদি সাহু

• সুমিত দে

■ স্বেচ্ছাবসর নিলেন :

• গৌতম দেব

• মানব মুখোপাধ্যায়

• দীপক দাশগুপ্ত

• নৃপেন চৌধুরি

আলিমুদ্দিনের অন্দরের খবর, নতুন যাঁরা অন্তর্ভূক্ত হলেন, তাঁরা সকলেই গৌতম দেবের ঘনিষ্ঠ।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...