সামান্য কিছু অসুস্থতা আর বেশ কিছু রুটিন চেক আপ করানোর পর অমিতাভ বচ্চন শুক্রবার রাত দশটা নাগাদ মুম্বইয়ের নানাবতী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। আপাতত তাঁকে কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসকরা। মঙ্গলবার রাত দুটো নাগাদ তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আইসিইউতে রেখেই তাঁর চিকিৎসা এবং চেক আপ চলছিল। মূলত লিভারের সমস্যা এবং হেপাটাইটিস বি-এর চিকিৎসা তাঁর সর্বক্ষণ চলে। বিগত প্রায় ৩৭ বছর ধরে তিনি এই রোগে আক্রান্ত। ফলে সারাদিনই ওষুধ এবং নিয়ন্ত্রিত খাবারের মধ্যে থাকতে হয়। বাড়িতেও চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন অভিনেতা। হাসপাতালে থাকাকালীন পুত্র অভিষেক এবং স্ত্রী জয়াকে হাসপাতালে অমিতাভের পাশে দেখা গেলেও পুত্রবধূ ঐশ্বর্যকে দেখা যায়নি।
