দল-নিরপেক্ষভাবে রাজ্যে গণতন্ত্র বাঁচানোর স্বার্থে কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে আইনি সাহায্য করতে প্রস্তুত বিজেপি। অন্য দলের সদস্য হলেও তিনি চাইলে তাঁকে এই ইস্যুতে সবরকম সহযোগিতা করা হবে। সন্ময়-গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে একথা বলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ইরাক, সিরিয়াতেও এমন হয় না। এ রাজ্যের স্বৈরাচারী সরকার সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছে। ভয়ঙ্কর পরিবেশ। প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো হচ্ছে। সন্ময়বাবু চাইলে আমরা তাঁকে আইনি সহায়তা দিতেও রাজি। তিনি অন্য দলের লোক হলেও আমরা তাঁকে গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে পাশে আছি।

উল্লেখ্য, কংগ্রেসের প্রাক্তন পুরপিতা ও মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির নিন্দা করে শনিবারই তাঁর বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে রাজ্য বিজেপির এক প্রতিনিধিদল। ছিলেন জয়প্রকাশ মজুমদার, অগ্নিমিত্রা পাল প্রমুখ। পরে জয়প্রকাশবাবু বলেন, সরকারের বিরোধিতায় সরব হলে বা লেখালিখি করলে জেলা পোরা হবে? এখানে কি গণতন্ত্র আছে? সন্ময়বাবু তো আর প্রতিবাদ জানাতে বিধানসভা ভাঙচুর করেননি!


এদিকে কংগ্রেস সূত্রে খবর, সন্ময় বন্দ্যোপাধ্যায়কে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে সিপিএম নেতা ও আইনজীবী বিকাশ ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। রাজ্য সরকারকে প্রতিহিংসাপরায়ণ বলেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীও।
