তিন মাসে এক হাজার বই পড়েছেন রাজ্যপাল! খোরাক হতেই ভুল স্বীকার

তিন মাসে এক হাজার বই পড়েছি! পশ্চিমবঙ্গের রাজ্যপালের এই মন্তব্যে নিন্দুকেরা রে রে করে মাঠে নেমে পড়েছেন। তাঁরা হিসেব দিয়ে দেখাচ্ছেন, তিন মাসে এক হাজার বই পড়া মানে প্রতিদিন ১১টি করে বই পড়তে হবে। যা অসম্ভব। সেই অসম্ভব জগদীপ ধনকর, কোন মন্ত্রবলে সম্ভব করলেন তা জানতে আগ্রহ ক্রমশ বেড়ে যায়।

শুক্রবার শোভাবাজার নাটমন্দিরের এক অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল বলেন, আমি এখানে আসার পর প্রায় তিন মাস কেটেছে। এই সময়ে প্রায় এক হাজার বই পড়েছে। বাংলার কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষাকে জানতে চেয়েছি। ঘটনা নিয়ে হাসাহাসি শুরু হলে, আজ, রবিবার রাজ্যপাল ট্যুইট করে বলেন, আমি বলতে চেয়েছি শেষ তিন মাসে আমার কাছে এক হাজার বই এসেছে। পড়ার কথা বলনি।

আরও পড়ুন – রাজ্যবাসীকে দীপান্বিতা কালীপুজোর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর