Saturday, November 22, 2025

এনআরএস-কাণ্ডে চার্জশিট জমা, নাম দুই নার্সিং ছাত্রীর

Date:

Share post:

এনআরএস হাসপাতাল চত্বরে বস্তাবন্দি ১৬টি কুকুরছানার দেহ উদ্ধারের ঘটনার ন’মাস পরে চার্জশিট দিল এন্টালি থানা। শিয়ালদহ আদালতে জমা পড়ে ২০৪ পাতার চার্জশিট। সেখানে এনআরএসের নার্সিংয়ের দুই ছাত্রী মৌটুসি মণ্ডল ও সোমা বর্মনের নাম রয়েছে বলে সূত্রের খবর।

এবছর জানুয়ারির ১৩ তারিখ এনআরএস হাসপাতাল চত্বরে কয়েকটি বড় কালো প্লাস্টিকের প্যাকেট পড়ে থাকতে দেখেন হাসপাতালের এক কর্মী। প্যাকেটগুলির পাশেই একটি মা-কুকুর বসেছিল। সন্দেহ হওয়ায় প্যাকেটগুলি খুলতেই দেখা যায়, কয়েক সপ্তাহ বয়সের ১৬টি কুকুরছানার দেহ রয়েছে। ঘটনারের পরে একটি ভিডিও ফুটেজ সামনে আসে। তাতে, দেখা যায় একে একে নির্মম ভাবে পিটিয়ে মারা হয় ১৬টি ছানাকে। প্রতিবাদে গর্জে ওঠে পশুপ্রেমী সংগঠন থেকে সাধারণ মানুষ। আঁচ পৌঁছয় দিল্লির মানেকা গান্ধির দফতরেও।

গত ১৫ জানুয়ারি নার্সিংয়ের দুই পড়ুয়া মৌটুসী মণ্ডল ও সোমা বর্মনকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। দফায় দফায় জেরায় দুই ছাত্রী অপরাধ কবুল করেন বলে পুলিশ সূত্রে খবর। তবে, আদালত থেকে জামিন পান তাঁরা।
এরপর উচ্চপর্যায়ের তদন্তের শেষে এই ঘটনায় চার্জশিট দিল এন্টালি থানার পুলিশ। চার্জশিটে মৌটুসি এবং সোমার বিরুদ্ধে আইপিসি ৪২৯ ও ২০১ ধারায় পশু খুন ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে ১১এল ধারায় প্রিভেনশন অব ক্রুয়েল্টি টু আনিম্যাল ধারা দেওয়া হয়েছে। এখন এর জেরে তাঁদের দুজনের কোনও শাস্তির মুখে পড়তে হয় সেটাই দেখার।

আরও পড়ুন-উপনির্বাচনে হাতে হাত বামেদের, ১টি মাত্র কেন্দ্রে প্রার্থী দিচ্ছে সিপিএম

 

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...