Friday, January 16, 2026

তৃণমূলে শোভন কাজ শুরু করবেন 7 নভেম্বর? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

এবার পুরোনো দল তৃণমূল কংগ্রেসেই সক্রিয় হতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়। যেখানে ছেড়েছিলেন, ঠিক সেখান থেকেই শুরু করতে পারবেন কি’না, তা এখনও নিশ্চিত না হলেও, তাঁর সরাসরি তৃণমূলের মূলস্রোতে ফেরা কার্যত নিশ্চিত।

সবকিছু ঠিক থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আগামী 7 নভেম্বরের দলীয় বৈঠকে শোভন উপস্থিত থাকছেন।
দলীয় বিধায়কদের ওই বৈঠকে তৃণমূলের পরবর্তী কর্মসূচি স্থির করার পাশাপাশি পুরভোট নিয়েও বার্তা দেবেন তৃণমূলনেত্রী।
গতবছরের নভেম্বর মাসে মেয়র ও মন্ত্রীর পদ ছেড়ে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন শোভন নিজেই। এর পর দিল্লি গিয়ে বিজেপিতেও যোগ দিয়েছিলেন তিনি। ভাইফোঁটার দিন কালীঘাটে নেত্রীর বাড়িতে গিয়ে ফোঁটা নেওয়ায় তাঁর তৃণমূলে প্রত্যাবর্তন যে নিশ্চিত তা মোটামুটি বুঝেছে দলের নেতাকর্মীরা। সেই কারনেই আগামী 7 তারিখের দলীয় বৈঠকে তাঁর উপস্থিতি নিশ্চিত বলেই ধরে নেওয়া হয়েছে।
মেয়র বা মন্ত্রী তিনি এখন নন। তবে শোভন এখনও তৃণমূলের বিধায়ক ও কলকাতার কাউন্সিলর। তাই আইনগতভাবে জনপ্রতিনিধি হিসেবে তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। তাই বিধায়কদের এই বৈঠকে ডাকা হতে পারে তাঁকেও। আগামী বছরেই রাজ্যের অন্যান্য পুরসভার সঙ্গে কলকাতা পুরসভার নির্বাচনও হতে চলেছে। দলের একাংশের মতে, সাংগঠনিক প্রস্তুতির সঙ্গেও তিনি যুক্ত হতে পারেন। সেই প্রক্রিয়াই শুরু হতে পারে আগামী 7 নভেম্বর।

spot_img

Related articles

হিরণকে নিইনি, ২ বিজেপি বিধায়ক আসতে চায়: জনতার দাবিকে প্রাধান্য দিয়ে কী জানালেন অভিষেক

“হিরণ আমার অফিসে এসেছিল। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিল। নিইনি। মেদিনীপুরের দুই বিজেপি (BJP) বিধায়ক তৃণমূলে আসতে চায়!...

উত্তর থেকেই দক্ষিণের পরিবহনে নয়া পদক্ষেপ, সিএনজি সরকারি বাসের উদ্ধোধন মমতার

শুক্রবার থেকে উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee)। শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিল্যানাস করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ...

‘ভারতরত্ন’ নথিতে প্রমাণ করতে হল ভোটাধিকার! অমর্ত্য সেনের নথি সংগ্রহ কমিশনের

যে ১১টি নথি প্রাথমিকভাবে ভোটাধিকারের প্রামাণ্য হিসাবে দাবি করেছিল জাতীয় নির্বাচন কমিশন, তার মধ্যে অন্যতম ছিল ভারতরত্ন (Bharat...

ISL: বেতন কমাচ্ছে একাধিক দল, দুই প্রধানের প্রস্তুতিতে জোর

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়েছে। কিন্তু ফর্ম্যাট বা সূচি ঘোষণা করতে এখনও পারেনি ফেডারেশন। জোর কদমে চলছে দুই প্রধানের...