গোয়েন্দাদের র‍্যাডারে পাক জঙ্গিদের আত্মঘাতী হামলার ছক

ভারতে জোরদার হামলা করতে ফের দুই জঙ্গিগোষ্ঠী উঠে পড়ে লেগেছে। দেশের গোয়েন্দা সংস্থার কাছে খবর, জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী হামলার ছক কষছে। ভারতে জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষায় রয়েছে তারা। হামলার নেতৃত্ব দেওয়ার জন্য বাহাওয়ালপুরের জইশ হেডকোয়ার্টারের কমান্ডার ওসমান আলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর লস্করের দায়িত্ব দেওয়া হয়েছে আবু জাহেলকে। এই গোষ্ঠী আবার আত্মঘাতী বিস্ফোরণের ছকে রয়েছে। ইতিমধ্যেই দুই গোষ্ঠী ভারত-পাক নিয়ন্ত্রণ রেখায় প্রচুর পরিমাণে জঙ্গিদের মোতায়েন করে রাখা শুরু করেছে। যেহেতু শীতকালে সেনা পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসে, সেই কারণে ওই সময় অনুপ্রবেশ এবং হামলার সময় হিসেবে বেছে নিয়েছে জঙ্গিরা। কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরেই পাক সেনা জঙ্গিদের মদত দিয়ে ভারতকে অশান্ত করতে করার পরিকল্পনা করছে। ভারতীয় সেনাবাহিনী অবশ্য পাল্টা প্রতিরোধের সব রকমের ব্যবস্থা নিতে শুরু করেছে। এক্ষেত্রে পাক মদদপুষ্ট জঙ্গিদের উচিত শিক্ষা দিতে সেনা নয়া পরিকল্পনা করে ফেলেছে।

আরও পড়ুন – জাড্ডার পরে কাবুলে আটকে 3 বাঙালি