অন্ডাল থানা এলাকার কাজড়া এলাকায় খনির নীচে আটকে পড়লেন ৭০জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে মুকুন্দপুর পরাশকোল ইষ্ট কোলিয়ারিতে। বয়লার বিকল হওয়ার ফলে খনির নীচে আটকে পড়েন বহু শ্রমিক। রবিবার সকাল ১১টা নাগাদ ডুলি মেরামতির পর তাঁদের উদ্ধার করা হয়।

কোলিয়ারির কেকেএসসি শ্রমিক সংগঠনের নেতা গৌতম মণ্ডলের অভিযোগ, শ্রমিকদের সুরক্ষার কথা না ভেবে সেফটি অফিসার গৌতম সাহার নির্দেশে খনির নীচে বয়লার সাফাইয়ের কাজ শুরু হয়। এই সময় হঠাৎই কোলিয়ারির ডুলি বন্ধ হয়ে যায়। ফলে খনির নীচে প্রায় ৭০জন শ্রমিক আটকে পড়েন।

