ক্যামেরায় চোখ রেখে পাখিদের গতিবিধি দেখাই ছিল তাঁর নেশা। তাই হাতের কাছে বন্য হাতি দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি হাওড়ার মৌড়ি এলাকার বাসিন্দা আশিস শিট। পুলিশ সূত্রে খবর, রবিবার ঝাড়গ্রাম হাতির সামনে কাছ থেকে তুলতে গিয়ে সেই হাতির হানায় মৃত্যু হয় বছর পঁয়তিরিশে আশিসের। হাতিরপালের কাছে চলে যাওয়াটাই কাল হয়েছিল তাঁর। সঙ্গে থাকা বাকি তিনবন্ধুও আহত হন। পরিবার সূত্রে খবর, আশিসের স্ত্রী সন্তানসম্ভবা। শনিবার, ছিল তাঁর সাধের অনুষ্ঠান।

যে আশিস এক ক্লিকে তুলে আনতেন টাইগা ফ্লাইক্যাচার, কমন হক কুককু, তাঁর এইভাবে চলে যাওয়া মানতে পারছে না অনেকেই। শোকস্তব্ধ আত্মীয়, প্রতিবেশী ও বন্ধুরা।
আরও পড়ুন-ফের রক্তাক্ত হল ভূস্বর্গ: শ্রীনগরে গ্রেনেড হামলায় জখম ১৫, নিহত ১
