হৃদরোগে দেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলা, বলছে হেলথ রিপোর্ট

বাংলায় হুহু করে বাড়ছে হৃদরোগীর সংখ্যা। শুধু কার্ডিওভাস্কুলার ডিজিজ নয় স্ট্রোকের শিকার হওয়ার নজিরেও দেশের মধ্যে সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। ৩১ অক্টোবর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন সেন্ট্রাল ব্যুরো হেলথ অফ ইনটেলিজেন্স যে রিপোর্ট প্রকাশ করেছে তা দেখে চক্ষু চড়কগাছ বাংলার চিকিৎসকদের। ২০১৭ এর তুলনায় ২০১৮ তে বাংলায় স্ট্রোক হওয়া রোগীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ।

বছর দু-এক আগেই হার্টের অসুখে বাংলা ছিল তৃতীয় স্থানে। কিন্তু বছর ঘুরতেই চিত্রটা পাল্টে কার্ডিওভাস্কুলার ডিজিজে প্রথম স্থানে উঠে এসেছে বাংলা। সদ্য প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে যে রাজস্থান, উত্তরপ্রদেশের মতো জনবহুল রাজ্যকে পিছনে ফেলে হৃদরোগে বাংলা উঠে এসেছে শীর্ষে। রিপোর্ট বলছে দেশের প্রায় এক তৃতীয়াংশ স্ট্রোক হয়েছে বাংলায়। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে এই সংখ্যা পশ্চিমবঙ্গের প্রায় অর্ধেক। বাংলার এহেন স্বাস্থ্য পরিস্থিতির জন্য চিকিৎসকেরা অনিয়ন্ত্রিত খাদ্যাভাষ ও বায়ুদূষণকেই প্রধান কারণ হিসেবে দেখছেন। সব মিলিয়ে বাংলার এই পরিস্থিতির জন্য যথেষ্ট উদ্বিগ্ন চিকিৎসকমহল।