Monday, August 25, 2025

ভারতের ক্রিকেট নির্বাচকদের কার্যত অযোগ্য বলে দিলেন যুবরাজ

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের ওপর যে আদৌ তাঁর আস্থা নেই, প্রকাশ্যে সে কথা বলে বিতর্ক তৈরি করে দিলেন যুবরাজ সিংহ। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের পছন্দের খেলোয়াড় সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া যুবি বলছেন, এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচক কমিটির চিন্তা ভাবনা মোটেই আধুনিক নয়। মোটেই তারা ভাল নির্বাচক নন। আবার এটাও জানি, ১৫জন বেছে নেওয়া খুব একটা সহজ নয়। যেমনই দল বাছাই হোক কথা হবেই। কিন্তু আধুনিক ক্রিকেটের প্রশ্নে মোটেই আমাদের নির্বাচকদের চিন্তাভাবনা উন্নত মানের নয়।

মুম্বাইয়ে যুবরাজ যখন এ কথা বলছেন, তার অনেক আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের নিয়ে ঘুরিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অতীতের খেলোয়াড় ফারুখ ইঞ্জিনিয়ার। যুবরাজের পরের বক্তব্যে পরিস্কার, তাঁকে অবসর নিতে হয়েছে এই নির্বাচকদের খামখেয়ালিপনার কারনেই। যুবির বিস্ফোরণ, আমি সব সময় ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর পক্ষে। খারাপ সময়ে নেতিবাচক কথা বলাটা মোটেই যথাযথ নয়। এই বক্তব্য দিয়ে সেই ব্যক্তির আসল চরিত্র প্রকাশ পায়। ভারতের নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ যে যুবির টার্গেট তা বলার অপেক্ষা রাখে না। প্রসাদকে নিয়ে বারেবারেই প্রশ্ন উঠেছে। তার যোগ্যতা নিয়েও প্রশ্ন। ৬টি টেস্ট আর ১৭টি ওয়ান ডে খেলা প্রসাদকে অনেকেই নির্বাচক হিসাবে মানতে চান না। দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে নিয়েও অসন্তোষ ঢেকে রাখেননি যুবি। বলেছেন, ও তো কখনও টি-২০ খেলেনি। ফলে ওর পক্ষে এসব বুঝতে সময় লাগবে। ইংল্যান্ড বিশ্বকাপের বিজয় শঙ্কর প্রসঙ্গে নির্বাচকদের মনোভাব নিয়েও তাঁর সাফ কথা, কীজন্য ওকে নেওয়া হল? কেন ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না! একবার খেলিয়েই তাকে সরিয়ে দিচ্ছে। ক্রিকেটটা ফাজলামির জায়গা নাকি! শিবম দুবে বা ঋষভ পন্থ সম্পর্কে তাঁর বক্তব্য, কারওর সম্পর্কে এত দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। ক্রিকেটাররা মেশিন নয়। ওদের সময় দিন। থিতু হতে দিন। নেমেই সকলকে তারকা বানানোর চেষ্টা করবেন না।

spot_img

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...