দ্য গ্রেট বিরাট কোহলি, আজ ৩১-এ পা দিলেন জন্মদিনের সকাল থেকেই তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে শুভেচ্ছা উপচে পড়ছে। পেরিয়ে গিয়েছে কয়েক লাখ। কিন্তু অনুষ্কাকে নিয়ে ‘রেয়ার ডেস্টিনেশন’-এ থাকা বিরুষ্কা এখনও কোনও ছবি বা ট্যুইট সকাল ন’টা অবধি করেননি। শীঘ্র এসে পড়বে বলে আশা করা হচ্ছে। তবে বিসিসিআই সকালেই ট্যুইটার হ্যান্ডেলে তাঁকে শুভেচ্ছা জানিয়ে একদিনের ক্রিকেটে বিরাটের প্রথম সেঞ্চুরি পোস্ট করে লিখেছে, চলুন আমরা দেখেনি বিরাটের প্রথম একদিনের ম্যাচের সেঞ্চুরি, যেখান থেকে এই অভিযান শুরু হয়েছিল।

As #TeamIndia Captain @imVkohli turns 31, we take a look back at his maiden ODI hundred and where it all started for the Run Machine. #HappyBirthdayVirat 🎂💐💐 pic.twitter.com/6vNY1U4p8H
— BCCI (@BCCI) November 4, 2019