টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ গোলাপী বল আর দিন রাতের খেলা। তাই প্রতি বছর দেশের মাটিতে দিন-রাতের টেস্ট খেলবে ভারত। অনিচ্ছুক ভারতীয় দলকে রাজি করানোর ব্যাপারে তিনিই যে মুখ্য ভূমিকা নিয়েছিলেন, তা স্পষ্ট করেছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, শুধু দেশে নয়, বিদেশে গেলেও যাতে একটা টেস্ট অন্তত দিন-রাতের করা যায়, তারজন্য সৌরভ কথা বলবেন। অস্ট্রেলিয়া সফরে বিরাট বাহিনীকে দিন-রাতের টেস্ট খেলতে ভারতকে অনুরোধ করলেও বিরাট বাহিনী তাতে রাজি হয়নি। ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে ভারত দুই টেস্ট সিরিজের একটি দিন-রাতের খেলবে বলে মনে করা হচ্ছে।
