বুলবুলের দাপটে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে

0
3

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-র প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে। শুক্রবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দিঘা, মন্দারমণি সহ উপকূলবর্তী অঞ্চলে। একইসঙ্গে কলকাতা ও আশপাশের আকাশ মেঘলা। মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শক্তি বাড়িয়ে অতি ভয়ঙ্কর হয়েছে ‘বুলবুল’। এরফলে রবিবার সকালে সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে এই ঝড়। সেখান থেকে গতিপথ বদলে বাংলাদেশের দিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার বিকেল থেকেই রাজ্যের ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

আরও পড়ুন-রাষ্ট্রপতি শাসনই কী মহারাষ্ট্রের ভবিতব্য?