ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্প্রসারণের কাজে ফের ধাক্কা

ফের বাধার মুখে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ। পরবর্তী পর্যায়ের কাজে এখনই অনুমোদন দিচ্ছে না কলকাতা হাইকোর্ট। আগামী শুক্রবার এ নিয়ে রিপোর্ট দেবে বিশেষজ্ঞ কমিটি। তার উপরেই নির্ভর করছে প্রকল্পের কাজের অগ্রগতি।
পুজোর আগে মেট্রোর কাজের জেরে বৌবাজারে ধস নামে।রএকের পর এক বাড়ি ধসে পড়ে। হতাহতের ঘটনা না ঘটলেও, ভিটেমাটি ছাড়া হতে হয় বাসিন্দাদের। সেই সময় এক স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা মামলার প্রেক্ষিতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। বউবাজারের বর্তমান পরিস্থিতিতে বাসিন্দাদের পুনর্বাসন নিয়ে পরিবহন দফতর ও মেট্রো কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চাওয়া হয়। শুক্রবার ছিল সেই মামলার শুনানি হয়। পরিবহন দফতরের পক্ষ থেকে আদালতে রিপোর্ট জমা দেওয়া হয়। রিপোর্ট জমা দেয় মেট্রো কর্তৃপক্ষও। তবে এদিন কাজ শুরু করার পক্ষে অনুমতি দেয়নি আদালত।

বিপর্যয় যখন ঘটে, তখন শিয়ালদহে একটি মেশিন কাজ করছিল। সেটিকে ৫ কিলোমিটার সরানো যাবে কি না আদালতের কাছে সে বিষয়ে জানতে চায় মেট্রো কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ কমিটির কাছে এবিষয়ে রিপোর্ট চেয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী শুক্রবারের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে। ফলে এখন অনিশ্চিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভবিষ্যতের কাজ।

আরও পড়ুন-কোচবিহারের স্বপ্নপূরণ, মমতা সেতুর উদ্বোধনে কুণাল