মহারাষ্ট্রে শেষ মুহূর্তে শিবসেনাকে পথে বসালো কংগ্রেস-এনসিপি জোট? সোনিয়া-উদ্ধব ফোনে কথা ও উদ্ধব-পাওয়ার বৈঠকের পরও সন্ধে সাড়ে সাতটার মধ্যে রাজভবনে আসেনি কংগ্রেসের সমর্থনের চিঠি। কংগ্রেসের দোটানা দেখে এনসিপিও সময়সীমার মধ্যে চিঠি পাঠায়নি রাজভবনে। ফলে আদিত্য ঠাকরের নেতৃত্বে শিবসেনা প্রতিনিধিদল রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির কাছে গিয়ে কংগ্রেস, এনসিপির সমর্থনের কথা মৌখিকভাবে জানালেও কোনও চিঠি দেখাতে পারেনি। ফলে কিছুক্ষণ অপেক্ষার পর ব্যর্থ হয়ে রাজভবন ছাড়েন শিবসেনা নেতারা। আদিত্য ঠাকরে সমর্থনের চিঠি পেশ করার জন্য 48 ঘন্টা সময় চাইলেও তা মঞ্জুর করেননি রাজ্যপাল। এর ফলে শিবসেনার সরকার গড়ার আশা ও উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নের কার্যত সলিলসমাধি ঘটল। বিজেপির সঙ্গ ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে উদ্ধবকে পথে বসালেন সোনিয়া, পাওয়ার।



