গত 23 অক্টোবর বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই একের পর এক ভাবনাকে বাস্তবায়িত করার পথে এগিয়ে যাচ্ছেন মহারাজ। ইতিমধ্যেই গোলাপি বলে দিন-রাতের টেস্টের সূচনা করার কথা ভেবে ফেলেছেন তিনি। সেইমতো আগামী 22 নভেম্বর ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলবে ভারত। সেই নিয়ে যখন সিএবি সাজো সাজো রব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক সেই সময় সিএবির প্রাক্তন কোষাধ্যক্ষ ও যুগ্ম সচিব বিশ্বরূপ দে নয়া বিসিসিআই সভাপতিকে নিয়ে করে ফেললেন বিস্ফোরক মন্তব্য।

বিশ্বরূপ দে বলেছেন, ‘সৌরভকে তো কোনওদিন নির্বাচনই ফেস করতে হয়নি। এখানে কখনও মমতা বন্দ্যোপাধ্যায়, তো ওখানে কখনও অমিত শাহকে দিয়ে ম্যানেজ করেছেন। আসলে নির্বাচনে দাঁড়াতে গেলে আত্মবিশ্বাসের দরকার। যেটা সৌরভের মধ্যে নেই। তাই নতুন করে সময় নিচ্ছেন ম্যানেজ করার জন্য।’


এখানেই থামেননি বিশ্বরূপ। গোলাপি বলে একটা দিন-রাতের টেস্ট হলেই কিছু হবে না, এমনটাও জানিয়েছেন তিনি। এই গোলাপি টেস্ট পুরোটাই আসলে সংবাদমাধ্যমে খবরে আসার জন্য নিছক পরিকল্পনা ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন সিএবির প্রাক্তন কোষাধক্ষ্য। সব মিলিয়ে ঐতিহাসিক গোলাপি টেস্টের আগে প্রাক্তন কোষাধ্যক্ষের এই বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ক্রিকেটমহল। যদিও এ বিষয়ে সৌরভের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
