Thursday, August 28, 2025

বিজেপিতে যে আর তাঁরা নেই, কার্যত পরিস্কার করে দিলেন বৈশাখী

Date:

Share post:

তাঁরা যে আর বিজেপির সঙ্গে নেই তা পরিষ্কার করে দিলেন শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন বৈশাখী। আধ ঘন্টার কথোপকথনের পর বৈশাখী বেরিয়ে এসে বলেন, পার্থদার সঙ্গে আমার প্রায়ই কথা হয়। আমাদের রাজনীতি নিয়ে কথা হয়নি। তার কারণ, আমি তো রাজনীতির লোক নই। পরক্ষণেই বৈশাখী অবশ্য বলেছেন, অনেক কথা হয়েছে পার্থদার সঙ্গে। স্বভাবতই তার মধ্যে রাজনীতির কথা তো এসেইছে! এদিন ছিল চলচ্চিত্র উৎসবের শেষ দিন। আমন্ত্রণ ছিল শোভন-বৈশাখীরও। আমন্ত্রণ ছিল রত্নারও। রত্না উপস্থিত থাকছেন জেনে আর অনুষ্ঠানমুখী হননি যুগলে।

তিনি এবং তাঁর বন্ধু প্রাক্তন মেয়র শোভন কী বিজেপিতে আছেন?প্রসঙ্গ উত্থাপন হলে বৈশাখী নিজের অবস্থান দিয়ে শোভনের পরিস্থিতিও ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছেন। বলেন, আমার মতো মানুষ বিজেপিতে থাকল কি না থাকল, তাতে বিজেপির কিছু যায় আসে না। ফলে বিজেপিকে নিয়েও আমার কিছু বলার নেই। ভাইফোঁটা পর্বের পর ক্রমশ তৃণমূলমুখী শোভন, সঙ্গে বৈশাখীও। নিন্দুকরা বলছেন, এটা শোভনের যত না ঘরে ফেরা, তার চাইতে বেশি ‘ব্যক্তিগত স্বার্থে’ দলকে অবলম্বন করে বাঁচা। দিনের শেষে দেখার, শোভনের এই চেষ্টার কতখানি মূল্য দেয় দল।

spot_img

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...