বড়সড় অগ্নিকাণ্ড থেকে বাঁচল ইন্দোর– কামাখ্যা এক্সপ্রেস

বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল অসমগামী ইন্দোর– কামাখ্যা এক্সপ্রেস। শনিবার, সকালে অসম-বাংলা সীমানার জোড়াই স্টেশনে এক্সপ্রেসের এস-৭ কামরায় আগুন লাগে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বারোভিশা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের জেরে এক ঘণ্টারও বেশি ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।