দাদা মুকেশ আম্বানি একের পর এক পাহাড়ের চূড়ায় উঠছেন, আর পতন হচ্ছে ভাই অনিল আম্বানির। অনিলের সংস্থা আর কম অর্থাৎ রিলায়েন্স কমিউনিকেশন্স-এর ৩০ হাজার কোটির বেশি লোকসানের কথা জানানো হয়েছিল। এবার সেই সংস্থা থেকে পদত্যাগ করলেন অনিল। কর্পোরেট জগতে দ্বিতীয় বৃহত্তম এই লোকসানের পরিপ্রেক্ষিতে এরিকসনের করা আবেদন নিয়ে দেউলিয়া মামলা চলছে। ঋণদাতারা দাবি করেছেন ৪৯হাজার কোটি টাকা। আপাতত এই সংস্থার ভার ইনসলভেন্সি রেজলিউশন প্রফেশনালের হাতে। অনিলের সঙ্গে আরও তিন কর্তা পদত্যাগ করেছেন। ২০০৫ সালে মুকেশ-অনিলের ব্যবসার ভাগ বাঁটোয়ারার পর আরকমের দায়িত্ব পান অনিল। ছিলেন বিশ্বের ১০জন ধনীর একজন। আর এখন সম্পত্তি বিক্রি করতে গিয়েও ধাক্কা খাচ্ছেন। এই মুহূর্তে কেন্দ্রকে লাইসেন্স ও স্পেকট্রাম ফি বাবদ প্রতি তিন মাস অন্তর অনিলকে দিতে হচ্ছে ২৮ হাজার কোটি টাকা। যে কারণে লোকসান হয়েছে ৩০হাজার কোটি টাকার বেশি। অথচ গত বছর সংস্থার লাভ হয়েছিল প্রায় ১২০০ কোটি টাকা!
