রবীন্দ্রনাথকে দেখতে এসএসকেএমে রাজ্যপাল

অ্যাঞ্জিওপ্লাস্টির পরে এসএসকেএম-এ ভর্তি রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মঙ্গলবার সকালে, তাঁকে দেখতে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। মন্ত্রীর শারীরিক পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নেন। বুকে ব্যথা নিয়ে প্রথমে কোচবিহারের হাসপাতালে ভর্তি হন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। পরিস্থিতির অবনতি হলে, তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। সোমবার সারাদিনই তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় কথা বলেন তিনি। মঙ্গলবার, শিলিগুড়ি থেকে ফিরেই রবীন্দ্রনাথকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল।

আরও পড়ূন – ডিসেম্বরেই নাম ঘোষণা দেশের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’-এর