ডিসেম্বরেই নাম ঘোষণা দেশের প্রথম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’-এর

এবার দেশ পেতে চলেছে CDS বা ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’। এই CDS-এর হাতে ক্ষমতা থাকবে বায়ু, নৌসেনা ও স্থলবাহিনীকে নির্দেশ দেওয়ার। তিন বাহিনীর প্রধানের থেকেও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে CDS-কে। এই ডিসেম্বরেই নাম ঘোষনা হবে দেশের প্রথম CDS-এর। সংকটজনক পরিস্থিতির মোকাবিলায় এই CDS একাই সিদ্ধান্ত নিতে পারবেন। এখন তেমন পরিস্থিতিতে তিন বাহিনীর প্রধান বৈঠক করে সিদ্ধান্ত গ্রহন করেন। এই CDS-এর ইউনিফর্মেও থাকবে তিন বাহিনীর সর্বাধিনায়কের মতো ৪টি তারা।

আরও পড়ুন-কবে সরকার গঠন মহারাষ্ট্রে? সোনিয়ার সঙ্গে আলোচনাই হয়নি, জানালেন পাওয়ার

 

Previous articleবিশ্বকাপ বাছাই পর্বে আজ মরণ-বাঁচন ম্যাচ ভারতের
Next articleএ সপ্তাহেই নামবে তাপমাত্রা, পড়বে শীত