দিন-রাতের টেস্ট ভারতে এই প্রথম। কিন্তু দিন-রাতের টেস্ট কেন গোলাপি বলে খেলা হয় জানেন? হতেই তো পারত সাদা, হলুদ বা অন্য কোনও রঙে!

ক্রিকেট বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন দিনের বেলায় লাল বলে বল সবচেয়ে পরিষ্কার দেখা যায়। আবার সন্ধ্যা বা রাতের দিকে সাদা বল। তাহলে তো সাদা বলই ব্যবহার করা যেত! কেন করা হলো না? বিশেষজ্ঞরা জানাচ্ছেন সাদা বলে টি-টোয়েন্টি কিংবা একদিনের ম্যাচ খেলা হয়। একদিনের ম্যাচে অনেক সময় ঘাসে ঘষা লেগে সাদা বল সবুজ হয়ে যায়। বল পাল্টাতে হয়। ৫০ওভারের খেলায় যদি এই অবস্থা হয় তাহলে টেস্টে ৮০ওভারে সাদা বলে খেলা কার্যত অসম্ভব। তাই লাল ও সাদার মধ্যবর্তী হিসেবে ক্রিকেট বিশেষজ্ঞরা গোলাপী বলকেই বেছে নিয়েছেন।
