পিঙ্ক বল নিয়ে মহা সমস্যা। তার কারণ, যে বলে টেস্ট খেলা হবে, সেই বল তৈরি করতে প্রচুর সময় লেগেছে। যে সংস্থা বল তৈরি করছে, তা হল এমজি কোম্পানি। এই কোম্পানিকে বিসিসিআই অর্ডার দিয়েছে ১২৪টি বল তৈরির। অর্ডার দেওয়া হলেও কলকাতায় এসেছে ৭২টি। জেনে রাখা ভাল, এক একটি বল তৈরি করতে প্রায় ৭-৮ দিন সময় লাগে। আর এই কারণে প্রতিটি বলের দাম বেশ বেশি, আড়াই হাজার টাকা!

কীভাবে পিঙ্ক বল তৈরি হয় জানেন কি? এমজি কোম্পানির মার্কেটিং ডিরেক্টর পারশ আনন্দ জানিয়েছেন, লাল বলে একবার রং করলেই হয় কিন্তু পিঙ্ক বলে বারবার গোলাপী রং করতে হয়। একটি রঙ শুকিয়ে গেলে তার উপর আর একটি রঙ দেওয়া হয়। এভাবে প্রায় পাঁচ কোট রঙ পড়ে বলে। বেশ কয়েকবার রঙ দেওয়ার পর বলে গোলাপি আভা বের হয় মূলত সেই কারণেই। বল তৈরিতে এক সপ্তাহ লেগে যায় সেই কারণেই। সিম লাল বলের মতো হলেও সামান্য উঁচু, আর সিমের সেলাইয়ের রঙ কালো। বিশেষজ্ঞরা বলছেন বলের রঙ আর সিমের কারণে নিশ্চিতভাবে বোলাররা বলতে পারেন না কোনদিকে বল সুইং করবে। দিন রাতের ম্যাচে রাতের শিশিরে তা আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শামি, ঊমেশ, ঈশান্তরা কতখানি নিয়ন্ত্রণে রাখতে পারেন সেটাই পরীক্ষার।
