খড়্গপুরে শেষবেলার প্রচারে তৃণমূল-বিজেপি

“এক পাগলকে নিয়ে চলেছেন খড়্গপুরের মানুষ। কখনও বলছেন গরুর দুধের সোনা আছে, কখনও বলছেন এনআরসি করে সবাইকে তাড়িয়ে দেব। সাড়ে তিন বছরে বিধানসভায় খড়্গপুরের জন্য একটা কথাও বলেননি। উনি উন্নয়ন বোঝেন না, করতেও জানেন না।” নির্বাচনী প্রচারের শেষদিনে খড়্গপুরে গিয়ে দিলীপ ঘোষকে এভাবে আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

খড়্গপুর সদর বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে প্রচার করেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র। পাঁচবেড়িয়া, ঈদগা, কাজি মহল্লা সহ একাধিক জায়গায় দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি যান ফিরহাদ হাকিম। নির্বাচনী প্রচার সভা থেকে কড়া ভাষায় কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনা করেন ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, বিজেপি যদি দেশের বিকাশ চায় তবে নোটবন্দির পর কেন এত বেকারত্ব বাড়ল?

শনিবার, বিকেলে খড়্গপুরের বিভিন্ন এলাকায় রোড শো করেন রাজ্যের পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্ধু অধিকারী। খড়্গপুর থেকেই বিজেপির শেষের শুরু বলে মন্তব্য করেন তিনি।


এর পাশাপাশি এদিন সকাল থেকেই তৃণমূলের সঙ্গে প্রচারে সমানে টক্কর দিয়েছে বিজেপিও। বর্ণাঢ্য বিশাল মিছিল করেন বিজেপি কর্মী-সমর্থকরা। হুড খোলা গাড়িতে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গী, প্রার্থী প্রেমচাঁদ ঝা, জেলা সভাপতি শমিত দাস। তবে শেষ দিনের প্রচারে বাম-কংগ্রেস জোট প্রার্থীকে সেভাবে দেখা যায়নি।
এদিকে সোমবারের নির্বাচনকে ঘিরে নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে। ইতিমধ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী।

Previous articleদ্বিতীয় দিনের শেষে 89 রানে লিড ভারতের
Next articleবিয়ের উৎসবে মাতোয়ারা সকলে, তারই মাঝে গুলির আঘাতে প্রাণ গেল ফটোগ্রাফারের