নদিয়ার করিমপুর বিধানসভা উপনির্বাচনে উত্তেজনা। সাহেবগঞ্জে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে কালো পতাকা দেখানো হয়। তৃণমূলের পক্ষ থেকেই এই বিক্ষোভ দেখানো হয়েছে বলে অভিযোগ জয়প্রকাশের। এর পাল্টা তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, এলাকায় সাম্প্রদায়িক শক্তির কোনও স্থান নেই। সেই কারণেই স্থানীয়রা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তোলেন। বুথের সামনে থেকে জটলা হটাতে লাঠি চালায় পুলিশ।
