Saturday, November 15, 2025

করিমপুরে জয়প্রকাশকে মারধর: তারিকুল-বঙ্কিমদের নামে FIR, তৃণমূল বলছে সাজানো ঘটনা

Date:

Share post:

উপনির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে উত্তপ্ত নদিয়ার করিমপুর। অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত এই বিধানসভা অঞ্চল। এবার থানার পাড়ার একটিবুথে গিয়ে হেনস্থার শিকার হলেন করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার।

থানারপাড়ার ৩২ নম্বর বুথে তিনি হেনস্থার শিকার হন বলে অভিযোগ। বিজেপি শিবিরের দাবি, বুথ থেকে বাইরে বেরনোর পর বিজেপি প্রার্থীকে ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। শুরু হয় ধাক্কাধাক্কি। অভিযোগ, তাঁকে লাথি মেরে রাস্তার পাশের ঝোঁপে ফেলে দেওয়া হয়। চোট পান জয়প্রকাশ মজুমদার। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

তবে চুপ করে বসে নেই বিজেপি। জয়প্রকাশ মজুমদারকে চড়, লাথি, ঘুষি মারা ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করল বিজেপি। মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে তারিকুল শেখ নামে এক যুবকের। তাঁকে জয়প্রকাশ মজুমদারের পিঠে লাঠি মারতে দেখা যায় মোবাইল ক্যামেরার ফুটেজে। তারিকুল ছাড়াও আরও ৯ তৃণমূল কর্মীর নামে অভিযোগ জানিয়েছে বিজেপি। বাকি অভিযুক্তরা হল বঙ্কিম মণ্ডল, হাবিবুর রহমান বিশ্বাস, কালামউদ্দিন বিশ্বাস, দুখু মালিথা, খুদাবক্স শেখ, দিনারুল বিশ্বাস, মাসাদুল আলম, ও হাবিব বিশ্বাস।

এদিকে করিমপুরের বিজেপি প্রার্থী আক্রান্ত হওয়ার ঘটনাটি বিজেপির মস্তিষ্কপ্রসূত এবং ‘সাজানো ঘটনা’ বলে দাবি করেছেন তৃণমূলের নদিয়া জেলার পর্যবক্ষেক রাজীব বন্দ্যোপাধ্যায়। পাল্টা অভিযোগ করে তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন জয়প্রকাশ মজুমদার। অশান্তি পাকানোর চেষ্টা করেন তিনি।

এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি নেতা মুকুল রায় জানান, দিল্লির নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন তিনি।

আরও পড়ুন-ইভিএমের পাশে দাঁড়িয়ে স্ত্রীকে নির্দেশ কালিয়াগঞ্জ-এর বিজেপি প্রার্থীর! কমিশনে নালিশ তৃণমূলের

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...