মঙ্গলে মহারাষ্ট্রের মহারায়

মহারাষ্ট্র নিয়ে শীর্ষ আদালতের মহারায় মঙ্গলবার। এনসিপি-শিবসেনা-কংগ্রেসের আবেদনের জরুরি ভিত্তিতে সোমবার, সকালে, শুনানি হয় সুপ্রিম কোর্টে। আচমকা সাত সকালে এনসিপি-র দলছুট নেতাদের নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন এনসিপির অজিত পাওয়ার। রাজ্যপালের শপথ বেআইনি বলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় এনসিপি-শিবসেনা-কংগ্রেসে। বিধানসভায় শক্তিপরীক্ষারও দাবি জানানো হয়। আদালতে শিবসেনার আইনজীবী কপিল সিব্বল ১৫৪ জনের স্বাক্ষর সহ হলফনামা পেশ করেন। এদিকে, বিচারপতি এন ভি রাভান্না, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে দেবেন্দ্র ফডণবীস ও বিজপির হয়ে সওয়াল করতে উঠে প্রাক্তন সলিসিটর জেনারেল মুকুল রোহতগি বলেন, বিজেপির সঙ্গে ১৭০ বিধায়কের সমর্থন রয়েছে। রাজ্যপাল তা দেখেছেন। তার পরেই বিজেপিকে শপথ নিতে ডাকা হয়। তাঁর মতে, সরকার গঠন নিয়ে রাজ্যপালের সিদ্ধান্ত আদালতের বিবেচনার ঊর্ধ্বে। যুক্তির সপক্ষে অজিত পাওয়ারের দেওয়া ৫৪জন এনসিপির বিধায়কের চিঠি পেশের কথা জানানো হয়।

সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের পাশাপাশি সোমবার সকালে রাজভভনে গিয়ে রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান এনসিপি, শিবসেনা এবং কংগ্রেসের নেতারা। তাঁদের দাবি, এনসিপির ৫৪ জন বিধায়কের মধ্যে ৫১ জনই তাঁদের সঙ্গে রয়েছেন। অজিত পাওয়ারের দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেন তাঁরা। শিবসেনা ৬৪ জন, এনসিপি ৫১ জন এবং কংগ্রেস ৪৪ জন বিধায়কের স্বাক্ষর করা সম্মতিপত্র পেশ করেছে। সঙ্গে জমা দেওয়া হয়েছে সমাজবাদী পার্টির ২ জনের স্বাক্ষরও। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় তাদের রায় জানাবে সুপ্রিম কোর্ট।

Previous articleনজিরবিহীন সিদ্ধান্ত, ইডেন টেস্টের শেষ ২ দিনের টিকিটের টাকা ফেরত দেবে সিএবি!
Next articleকরিমপুরে জয়প্রকাশকে মারধর: তারিকুল-বঙ্কিমদের নামে FIR, তৃণমূল বলছে সাজানো ঘটনা