Sunday, November 16, 2025

এক দৈনিকের হেডিং নিয়ে দিনভর চাপানউতোর

Date:

Share post:

উপনির্বাচনের ফল সংক্রান্ত খবরের হেডিং নিয়ে দিনভর শোরগোল৷

শুক্রবারের ‘আজকাল’ সংবাদপত্রে রাজ্যের তিন উপনির্বাচনের ফলাফল সংক্রান্ত খবরের হেডিং নিয়ে তুঙ্গে চাপান উতোর৷ তৃণমূলের তিন আসনেই জয় এবং বিজেপির পরাজয় নিয়ে ‘আজকাল’ পত্রিকা এদিন প্রথম পাতায় গুরুত্ব দিয়েই খবর করেছে৷ প্রথম পাতায় আট কলমের ওই খবরের হেডিং-এ বলা হয়েছে, “মমতা 3, বিষ 0″৷ এই হেডিং-ই তুফান তুলেছে৷ সোশ্যাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষে ঝড় চলছে৷ ওদিকে, জানা গিয়েছে, বিজেপির তরফে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে ৷ এদিকে এ ধরনের হেডিং-এ উত্তেজনা সৃষ্টি হওয়ায় ‘আজকাল’ পত্রিকার দফতরে বসানো হয়েছে পুলিশ পাহারা৷
অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতেই আরও এক ঘটনা ঘটেছে৷ সোশ্যাল মিডিয়ায় বিজেপি তরফে অনেকদিন আগেই একটি মিডিয়া গ্রুপ রয়েছে৷ সেই গ্রুপে প্রায় সব সংবাদমাধ্যমের সাংবাদিকরাই যুক্ত করা আছেন৷ এদিন সেই গ্রুপ থেকে ‘রিমুভ’ করা হয়েছে আজকালের এক সিনিয়র সাংবাদিককে৷ ধারনা করা হচ্ছে, ওই হেডিং-এর জেরেই বিজেপি মিডিয়া সেল এই কাজ করেছেন
মোটের ওপর, আজকাল কাগজের হেডিং নিয়ে রাজনৈতিক ও সাংবাদিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ একাংশের বক্তব্য, “বিষ” শব্দটি ব্যবহার ঠিক হয় নি। অন্য পক্ষ বলছে, কাগজের শিরোনামে চমক থাকেই। এক পক্ষ বলছে, বিজেপিকে বিষ বলা হলে তাদের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপন ঐ কাগজ নেয় কেন। উল্টোশিবির বলছে, সম্পাদকীয় নীতি বা হেডিংয়ের সঙ্গে বিজ্ঞাপনের কোনো সম্পর্ক নেই।

spot_img

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...