রাজ্যপাল যেভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজ্যকে তুলোধনা করেছেন, শিক্ষাদপ্তরকেও দুষেছেন, তাতে চটেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নবান্নও ক্ষুব্ধ। পার্থবাবু ঘনিষ্ঠমহলে বলেছেন,” এক্তিয়ারের বাইরে গিয়ে পরিকল্পিতভাবে প্ররোচনামূলক রাজনীতি করছেন রাজ্যপাল।” এনিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হবে। তবে রাজ্যপালের মোকাবিলায় কৌশলী পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। নেত্রী স্বয়ং নেতাদের সঙ্গে কথা বলছেন।
