রাজ্যে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা হচ্ছে।
নাম না করে রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বেসরকারী উদ্যোগে আয়োজিত শিল্প সম্মেলনের উদ্বোধনে গিয়ে তিনি বলেন, শুধু মহারাষ্ট্রে নয়, এ রাজ্যেও সমান্তরাল সরকার চালানো চেষ্টা করছে কেন্দ্র। তার অভিযোগ এই জন্যেই সঠিক সময় বিলে সই হচ্ছে না। তার জেরে দুদিন বিধানসভা অধিবেশন মুলতুবি রাখতে হয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদিকে বৃহস্পতিবারই বিধানসভায় রাজ্যপালের যাওয়া নিয়ে চূড়ান্ত নাটক হয়। তবে সে বিষয়ে কোনও মন্তব্য করেননি মমতা।
