বুলবুল বিপর্যয়ের ক্ষতিপূরণ আনতে গিয়ে ৭ ঘন্টা লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধ কৃষকের

মাসখানেক আগে ঘূর্ণি ঝড় ‘বুলবুল’-এর তাণ্ডবে নষ্ট হয়ে গিয়েছে জমির ফসল। আশা ছিল সরকারি ক্ষতিপূরণ পেলে যদি কিছুটা সুরাহা হয়। কিন্তু সেই ক্ষতিপূরণ আনতে গিয়ে প্রাণটাই চলে গেল বৃদ্ধ কৃষকের। সোমবার দক্ষিণ ২৪ পরগণা জয়নগর একের বিডিও অফিসের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন গণেশ নাইয়া। পরিবার সূত্রে খবর, সকাল আটটা থেকে লাইন দিয়েছিলেন গণেশ নাইয়া। ৭ ঘণ্টা পর রোদের মধ্যে দাড়িয়ে থাকতে হয় তাঁকে। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর আর কাউন্টার পর্যন্ত পৌঁছাতে পারেননি ৬২ বছরের বৃদ্ধ। জয়নগরের শ্রীপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন গণেশ নাইয়া। বৃদ্ধের এই ভাবে মারা যাওয়াতে শোকাহত গোটা পরিবার। এরসর বুলবুলের ক্ষতিপূরণ হয়তো মিলবে কিন্তু স্বজনহারানোর ক্ষতি কি কোনদিনও পূরণ হবে?

Previous articleভর্তুকি উঠছে সংসদের ক্যান্টিনে
Next articleরাজ্যে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা চলছে: মুখ্যমন্ত্রী