বাড়তে পারে রঙিন টিভি, সেট টপ বক্স এর মতো বিভিন্ন জিনিসের দাম , কেন জানেন?

দেশে বাড়তে চলেছে আমদানি কর। কেন্দ্রীয় সরকারের তরফে এমনই জানা গিয়েছে। এর ফলে মধ্যবিত্তের পকেটে টান পড়ার সম্ভাবনা প্রবল । সত্যি যদি আমদানি কর বাড়ে সেক্ষেত্রে দাম বাড়ার সম্ভাবনা রঙিন টিভি, সেট টপ বক্স, ভিডিও গেম, গাড়ির টায়ার-এর পাশাপাশি কাজুবাদামের মতো খাবার জিনিসেরও।

এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে যুক্তিও। দেশে প্রস্তুত জিনিসপত্রের বাজার বাড়ানোই এর মূল লক্ষ্য বলে জানা গিয়েছে । এর ফলে দেশীয় জিনিস কেনার চাহিদা বাড়বে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রক বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান পর্যবেক্ষণ করার পরই এই সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানা গিয়েছে। কিন্তু দেশীয় জিনিসপত্রের লোকসান এভাবে কি আদৌ ঠেকানো সম্ভব? কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই সিদ্ধান্ত কতটা সঠিক তা সময়ই বলবে।

Previous articleরাজ্যে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা চলছে: মুখ্যমন্ত্রী
Next articleমাঠেই মৃত্যু ক্রিকেটারের ! শোকস্তব্ধ আগরতলার ক্রিকেট মহল