এক অনন্য নজির গড়লো তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। রাজ্যে এই প্রথম টিএমসিপি এর উদ্যোগে অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হলো কোন্নগর এর নবগ্রাম হীরালাল পাল কলেজে। অ্যাম্বুল্যান্স এর উদ্বোধন করেন বিধায়ক প্রবীর ঘোষাল।উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য।এছাড়া উপস্থিত ছিলেন উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্য,এছাড়া শিক্ষা কর্মাধক্ষ মৌমিতা গুহরায়।কাউন্সিলর তন্ময় দেব।
