এনকাউন্টার হোক কিংবা ফাঁসি, ধর্ষণ যে একটা সামাজিক ব্যাধি ফের তা প্রমাণ হল। দিল্লির নির্ভয়া বা হালে হায়দরাবাদ কাণ্ড থেকে শিক্ষা পাইনি বিকৃত মানসিকতা, ফের ধর্ষণের অভিযোগ। এ রাজ্যেই। শুক্রবার কলকাতার বন্দর এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল।

ঘটনায় শেখ দানেশ নামে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে গার্ডেন রিচ থানার পুলিশ। অভিযোগ, বছর ছয়েকের ওই শিশুকন্যাকে তারাতলা রোডের একটি বিল্ডিংয়ের দোতলার শৌচাগারে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক। তদন্তে নেমে দানেশকে গ্রেপ্তার করা হয়। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।